শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7747

politics

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ২১:৫৪

রাজনীতি

নির্বাচনকে ভয় পেলে, রাজনীতির দরকার নেই- আমীর খসরু

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ২১:৫৪

ছবি: সংগৃহিত।

নির্বাচনকে ভয় পেয়ে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'যারা নির্বাচনকে ভয় পায়, তারা রাজনীতি না করে প্রেসার গ্রুপ বা এনজিও হিসেবে কাজ করুক।'

রোববার (২৭ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জুলাই বিপ্লবের এক বছর’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।

আমীর খসরু বলেন, 'রাজনীতি করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিবেন, এটা চলতে পারে না। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে, তাদের দেশে গৃহযুদ্ধ, বিভাজন, ব্যর্থ রাষ্ট্র হয়ে যায়। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরে, তারা সমৃদ্ধি অর্জন করে।'

তিনি আরও বলেন, 'জাতীয় বিষয়ে ঐকমত্য থাকতে হবে, তবে রাজনৈতিক আদর্শ ও চিন্তায় ভিন্নতা থাকবেই। এটাই গণতন্ত্র। একদলীয় শাসন বা বাকশালের পথে কেউ হাঁটতে চায় না।'

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'দ্বিমত থাকবে, কিন্তু সহনশীলতা ও শ্রদ্ধা না থাকলে তা গণতন্ত্রের জন্য হুমকি।'

সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, 'স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনস্তত্ত্বে যে পরিবর্তন এসেছে, তা যারা বুঝতে পারছে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তন জনগণকে সঙ্গে নিয়েই আনতে হবে।'