
ছবি: সংগৃহিত।
সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় স্থগিত হওয়া অনুষ্ঠান আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২,৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ২২ জুলাই মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ২২-২৪ জুলাই নির্ধারিত তিন দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ স্থগিত করা হয়। ২৪ জুলাই বৃহস্পতিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্ট আদেশে নতুন তারিখ হিসেবে ৩১ জুলাই উল্লেখ করে বলা হয়েছে, সব বিদ্যালয়ে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটি আয়োজন করতে হবে।