শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7745

surplus

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ২১:৪০

অন্যান্য

স্থগিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান ৩১ জুলাই

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ২১:৪০

ছবি: সংগৃহিত।

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় স্থগিত হওয়া অনুষ্ঠান আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২,৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ২২ জুলাই মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ২২-২৪ জুলাই নির্ধারিত তিন দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ স্থগিত করা হয়। ২৪ জুলাই বৃহস্পতিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট আদেশে নতুন তারিখ হিসেবে ৩১ জুলাই উল্লেখ করে বলা হয়েছে, সব বিদ্যালয়ে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটি আয়োজন করতে হবে।