শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7748

entertainment

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ২২:০২

বিনোদন

লিঙ্গভিত্তিক মন্তব্য করে বিতর্কে সুনীল শেঠী

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ২২:০২

সুনীল শেঠী(ছবি: সংগৃহিত)।

বিয়ের পরে নারীদের দায়িত্ব ও সন্তানের দেখভাল নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠী।

এর আগে মেয়ের সন্তান জন্ম নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। এবার এক সাক্ষাৎকারে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করে ফের সমালোচনার মুখে পড়লেন এই তারকা।

সম্প্রতি বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, 'বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের ধৈর্য নেই। বিয়ের পর জীবনে আপস দরকার, যেখানে পারস্পরিক বোঝাপড়া থাকে। স্ত্রীদের এটা বোঝা উচিত, স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে সন্তান সামলানো তাদেরই দায়িত্ব।'

যদিও তিনি বলেন, 'স্বামীরাও সন্তানের দেখভালের অংশীদার হবে', তবে তার মূল বক্তব্যে নারীর ওপরই মূল দায়িত্ব আরোপ করা হয়েছে বলে সমালোচকরা মনে করছেন।

সুনীল আরও বলেন, 'এখন সবাই পরামর্শ দেয়, কীভাবে মা-বাবা হতে হয়, কী খেতে হয়, কী করতে হয়। কিন্তু বাস্তব শিক্ষা আসে ঠাকুমা, মা, বোন বা শ্বশুর-শাশুড়ির অভিজ্ঞতা থেকে।'

তিনি আক্ষেপ করে বলেন, 'এখন বিয়ের পরপরই ডিভোর্স হয়ে যাচ্ছে। আগে ছিল বোঝাপড়া, এখন সেটা নেই।'

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে সুনীল জানান, ১৯৯১ সালে তিনি মানা শেঠীকে বিয়ে করেন, যদিও মানা তার সম্প্রদায়ের না হওয়ায় পরিবারের আপত্তি ছিল। তখনই অনেকেই তাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন, কারণ এতে তার ফ্যান-ফলোয়িং কমে যেতে পারে। তবে প্রেমের জয় হয়, এবং আজও তারা বলিউডের অন্যতম সফল দম্পতি।

তবে তার সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে- একটি সম্পর্ক টিকিয়ে রাখার পুরো দায় কি নারীদের কাঁধেই?

নেটিজেনদের একাংশ মনে করছেন, তার এই দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক সমাজের পুরনো ধারণাকে উসকে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।