https://www.emjanews.com/

8382

politics

প্রকাশিত

১২ আগস্ট ২০২৫ ১৬:১৫

রাজনীতি

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ ১৬:১৫

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন-এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন ভোটার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খসড়া তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদনের পর এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা সব হলের নোটিশ বোর্ড ও ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ছাত্রী ভোটারের মধ্যে রোকেয়া হলে ৫,৬৪১ জন, শামসুন নাহার হলে ৪,০৮৪ জন, সুফিয়া কামাল হলে ৪,৪৩৪ জন রয়েছেন। ছাত্র ভোটারের মধ্যে জগন্নাথ হলে ২,২২২ জন, শহীদুল্লাহ হলে ১,৯৯৮ জন, বিজয় একাত্তর হলে ২,০২৭ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৫৭ জন প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে আজ (১২ আগস্ট) থেকে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়ন ফি ৩০০ টাকা। আচরণবিধি অনুযায়ী, এ সময়ে মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ, এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।