
ছবি: সংগৃহিত।
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন আগামী ২০ আগস্ট হবিগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) শায়েস্তাগঞ্জস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপির বিশেষ সভায় জেলা নির্বাচন কমিশন গঠন করা হয়।
বৈঠকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, গোলাম মোস্তফা রফিকসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ সভার সভাপতিত্ব করেন।
কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠান উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এজেডএম জাহিদ হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
সভায় সিদ্ধান্ত হয়, জেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির ১৫টি ইউনিট ও ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতারা কাউন্সিলে প্রার্থী হতে চাইলে সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ করতে হবে।
নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।
এছাড়া সহকারী কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নাম ঘোষণা করা হয়েছে।