
ছবি: সংগৃহিত।
দীর্ঘ দুই যুগ পর মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল রবিবার (১৭ আগস্ট) সম্পন্ন হয়েছে।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় কাউন্সিলারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৪২৬ ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকাল থেকে ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু ও সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুর সমর্থিত দুটি প্যানেলে ৫ পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা। তিনি পেয়েছেন ২৪৮ ভোট, আর প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু পেয়েছেন ১৭৫ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চুনু। তিনি পেয়েছেন ২১৫ ভোট। আর প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর পেয়েছেন ২০৪ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম (২৪৯ ভোট), প্রতিদ্বন্দ্বী মো. হেলাল উদ্দিন পেয়েছেন ১৭১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ (২০৮ ভোট)। প্রতিদ্বন্দ্বী মো. নজমুল ইসলাম পেয়েছেন ২০০ ভোট, আর প্রত্যাহার করেও মুস্তাক খান পেয়েছেন ৮ ভোট।
সর্বাধিক ২৬১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রুমেল উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ পেয়েছেন ১৫৭ ভোট।