https://www.emjanews.com/

8433

politics

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৫ ২১:১৯

রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত চেয়ে মোদির কাছে চিঠি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ২১:১৯

ছবি: সংগৃহিত।

বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

চিঠিতে জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের সমালোচনা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকার ভারতীয় হাইকমিশনে বাংলা ও ইংরেজি ভাষায় এ চিঠি জমা দেন জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।

অন্যান্য সদস্যরা ছিলেন-প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

যদিও ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা সরাসরি না এলেও, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহ এর মাধ্যমে চিঠি গ্রহণ করা হয়।

চিঠিতে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের বিপুল সম্পদ লুট করেছিল এবং পরবর্তীতে দেশটিকে করদ রাজ্য হিসেবে দেখার চেষ্টা করেছে। এছাড়া ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, সীমান্ত দখল, একতরফা ট্রানজিট সুবিধা ব্যবহার, র-এর মাধ্যমে প্রশাসনে হস্তক্ষেপ, নির্বাচনে কারসাজি, অবৈধ পুশ-ইন এবং সীমান্তে বাংলাদেশিদের হত্যা- এসব অভিযোগও তোলা হয়।

জাগপার চিঠিতে শেখ হাসিনাকে ‘গণহত্যাকারী স্বৈরশাসক’ উল্লেখ করে বলা হয়, তিনি বর্তমানে বৈধ বাংলাদেশি পাসপোর্টবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশের জনগণ তার বিচারের অপেক্ষায় আছে; তাই ভারত সরকার যেন দ্রুত তাকে ও তার সহযোগীদের ফেরত পাঠায়, যারা ভারতের সরকারি সুরক্ষায় এবং করদাতাদের অর্থে অবৈধভাবে বসবাস করছে।

চিঠিতে আরও বলা হয়, প্রতিবেশীসুলভ সম্পর্কের নিদর্শন হিসেবে ভারতকে বাংলাদেশবিরোধী আগ্রাসন বন্ধ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নিতে হবে।