https://www.emjanews.com/

8484

surplus

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৫ ১৫:৩৪

আপডেট

১৫ আগস্ট ২০২৫ ১৫:৪২

অন্যান্য

মালয়েশিয়ায় চার বাংলাদেশির বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ ১৫:৩৪

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় পৃথক দুই মামলায় চার বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আইএস-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। দেশটির বিভিন্ন আদালতে শুক্রবার (১৫ আগস্ট) এসব অভিযোগ গঠন করা হয়।

প্রথম মামলায় অভিযুক্তরা হলেন মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)। মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ-২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লাহ ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জানানো। অন্যদিকে রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ-২০২৫ সালের ১০ জুলাই জোহরের লারকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাসায় নিজের মোবাইল ফোনে আইএস পতাকার ছবি রাখা।

এ ঘটনায় মামুনের বিরুদ্ধে মালয়েশিয়ার পেনাল কোডের ১৩০জে(১)(এ) ও রেফাতের বিরুদ্ধে ১৩০জেবি(১)(এ) ধারায় মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে মামুনের যাবজ্জীবন বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে; রেফাতের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। আদালত আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। বর্তমানে তাদের পক্ষে কোনো আইনজীবী নেই।

দ্বিতীয় মামলায় অভিযুক্ত মোহাম্মদ আফসার ভূঁইয়া (৩০) ও মো. রফিকুল ইসলাম (৩৫)। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের জুন মাসে জোহরের গেলাং পাতাহ এলাকায় তাদের মোবাইল ফোনে আইএস-সংশ্লিষ্ট কনটেন্ট পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধেও পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারায় মামলা হয়েছে।

গত ২৮ জুলাই ও ১০ আগস্ট অভিযুক্তদের আদালতে আনা হলেও বাংলা দোভাষীর অনুপস্থিতিতে অভিযোগপত্র পাঠ সম্ভব হয়নি। একই কারণে শুক্রবারও শুনানি স্থগিত হয়। পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

মালয়েশিয়ার পুলিশের দাবি, বিদেশি জঙ্গি গোষ্ঠী গেরাকান মিলিটান র্যাডিকাল বাংলাদেশ (জিএমআরবি) অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্রবাদী মতবাদ ছড়িয়ে দিয়ে আইএস-সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে। তারা সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে।