https://www.emjanews.com/

8497

entertainment

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৫ ১৯:২৫

বিনোদন

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ নিয়ে মঞ্চে আসছে জলের গান

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ ১৯:২৫

ছবি: সংগৃহিত।

গানের দল জলের গান ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক গানের আসর নিয়ে মঞ্চে আসছে।

অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আয়োজকরা হলেন জলের গান ও ক্যাফে ভিনটেজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলার বর্ষা, বৃষ্টির সুর ও হৃদয়ের অনুভূতিকে কেন্দ্র করে সাজানো এই পরিবেশনা প্রকৃতি, ভালোবাসা ও জীবনের গল্পে ভরপুর হবে। নতুন ও পুরনো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে শ্রোতাদের আবেগময় সঙ্গীত যাত্রায় নিয়ে যাবে দলটি।

জলের গান ‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা’, ‘এমন যদি হতো’সহ কিছু জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিত।

তারা ইতোমধ্যেই ‘অতল জলের গান’, ‘পাতালপুরের গান’ এবং ২০১৯ সালে প্রকাশিত ‘নয়ন জলের গান’ শিরোনামের অ্যালবামগুলোতে দর্শক মহলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।