সর্বজনীন জন্মাষ্টমীর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ২২:০২

ছবি: সংগৃহিত।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষ্যে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেটের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম পরিদর্শন ও আশ্রমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর, টি. হান্সিং ও মানস কুমার মুসতাফি।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ডা. বনদীপ লাল দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন ও সদস্য সচিব রাজীব কুমার দে।
এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট শংকর কুমার দেব, হারান চক্রবর্তী, মিহির দেব, ঝলক আচার্য্য, রজত চক্রবর্তী, সাজন রায় সাজু, অমিত ত্রিবেদী প্রমুখ।
অনুষ্ঠানে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।