https://www.emjanews.com/

8512

sylhet

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ১১:১৬

আপডেট

১৬ আগস্ট ২০২৫ ১৪:০০

সিলেট

লালাবাজারে যাত্রীছাউনি ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১১:১৬

ছবি: সংগৃহীত।

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে যাত্রীছাউনি ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় একটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয়।

গতকাল শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত লালাবাজার এলাকায় এ সংঘর্ষ চলে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লালাবাজারে নর্দমা নির্মাণকাজ চলমান। এ নিয়ে বাজারের মসজিদের পাশে থাকা একটি যাত্রীছাউনি ভাঙা হবে কি না-তা নিয়ে বিরোধ তৈরি হয়। এক পক্ষ ছাউনি ভেঙে নর্দমা নির্মাণে সমর্থন জানায়, অপর পক্ষ ছাউনি রেখে কাজ করার দাবি তোলে।

ছাউনি ভাঙার পক্ষে ছিলেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী ও তাঁর সমর্থকেরা। অন্যদিকে বাজারের ব্যবসায়ী ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ এবং তাঁর লোকজন ছাউনি রেখে কাজ করার পক্ষ নেন। স্থানীয় সূত্র জানায়, জুবায়ের আহমদ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাঁর কোনো পদ নেই। বাজারে তাঁর মালিকানাধীন ‘পাপড়ি রেস্টুরেন্ট’ রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করায় আমিনুর রহমান ও জুবায়ের আহমদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

শুক্রবার রাত ৯টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় জুবায়ের আহমদের রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। মহাসড়ক অবরুদ্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘যাত্রীছাউনি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।