https://www.emjanews.com/

8532

surplus

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ১৮:৩০

অন্যান্য

দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতি থেকে দেশ রক্ষার আহ্বান এনডিবির

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১৮:৩০

ছবি: সংগৃহিত।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতি থেকে দেশকে রক্ষার আহ্বান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

শনিবার (১৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত এবং ভারপ্রাপ্ত মহাসচিব কাজি মুন্নি আলম এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা অভিযোগ করেন, চাঁদাবাজি, সিন্ডিকেট ও অনিয়মের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বর্তমানে পেয়াজ কেজিপ্রতি ১০০ টাকা, কচুর লতি ৯০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, পটল ১২০ টাকা, টমেটো ১৮০ টাকা, করলা ১০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা, বেগুন ১০০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে উল্লেখ করা হয়।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে চাল, ডাল, তেল ও সবজিসহ সকল নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। একইসঙ্গে জনগণের ভোগান্তি কমাতে কার্যকর বাজার তদারকি নিশ্চিত করারও দাবি জানান।

বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে বলেন, 'গত ১৬ বছরের শাসনকাল ও বর্তমান অন্তবর্তী সরকারের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে প্রমাণ করতে হবে- এই সরকার সত্যিকারের দুর্নীতিবিরোধী ও জনবান্ধব। তা না হলে সাধারণ মানুষের কাছে সরকারের বিষয়ে ভুল বার্তা যাবে বলে তিনি সতর্ক করেন।