https://www.emjanews.com/

8555

surplus

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ২৩:১৪

অন্যান্য

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের পৃথকীকরণ সম্পন্ন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ২৩:১৪

ছবি: সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব দায়িত্ব প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব এবং ভর্তি পরীক্ষা বাবদ ফিও হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে পৃথকীকরণ প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ হলো।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাত কলেজের পৃথকীকরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।