শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8721

law-justice

প্রকাশিত

২১ আগস্ট ২০২৫ ২০:৪০

আপডেট

২১ আগস্ট ২০২৫ ২১:৩৪

আইন আদালত

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ২০ নৌকা ডুবিয়ে ধ্বংস, ৩ জনকে কারাদণ্ড

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ২০:৪০

ছবি: সংগৃহিত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের সময় জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে পিয়াইন নদী থেকে উত্তোলিত বালু-পাথর বোঝাই ৮টি ইঞ্জিনচালিত স্টিল নৌকা, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ১০টি বারকি নৌকা ডুবিয়ে ধ্বংস করা হয়।

এ সময় অবৈধ বালু-পাথর উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, ’জাফলংয়ে অবৈধ বালু-পাথর উত্তোলনের খবর পাওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। এতে ২০টি নৌকা ডুবিয়ে ধ্বংস করা হয়েছে এবং তিনজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ’প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জাফলং জিরো পয়েন্ট থেকে চুরি হওয়া পাথর উদ্ধার করে বৃহস্পতিবার ১ হাজার ৫ শত ঘনফুটসহ এ পর্যন্ত মোট ২৫ হাজার ঘনফুট পাথর পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।’