https://www.emjanews.com/

8742

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১৩:৩০

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:১৪

সিলেট

সুনামগঞ্জে এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে! তরুণ গ্রেপ্তার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১৩:৩০

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই) সদস্য পরিচয়ে বিয়ে ও প্রতারণার অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাতে উপজেলার মধ্য তাহিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। টিটন বিশ্বাস ওই গ্রামের মৃত সাধন বিশ্বাসের ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শ্বশুরবাড়ির লোকজন প্রতারণার লিখিত অভিযোগ দিলে টিটনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থেকে নিয়মিত টাকাপয়সা নিতেন এবং নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয়ে টিটন সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে বিয়ে করেন। ২০২৩ সালে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি ওই বিয়ে সম্পন্ন করেন। এরপর থেকেই নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। চাকরি দেওয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে অর্থও নেন।

টিটনের স্ত্রীর ভাই জানান, এনএসআই সদস্য পরিচয়ের কারণে স্থানীয়ভাবে তাঁকে সবাই সমীহ করত। কিন্তু টাকার জন্য চাপ বাড়তে থাকায় ও অশোভন আচরণের কারণে পরিবারের সন্দেহ তৈরি হয়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাঁকে আটক করে।

গ্রেপ্তারের সময় টিটনের কাছ থেকে এনএসআইয়ের লোগোযুক্ত ভুয়া পরিচয়পত্র ও বিদেশযাত্রা সংক্রান্ত একটি জাল প্রজ্ঞাপন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।