https://www.emjanews.com/

8747

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১৪:৪৭

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:১২

সিলেট

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন হবিগঞ্জের আবু তাহের মুহাম্মদ জাবের

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১৪:৪৭

ছবি: সংগৃহীত।

বিশিষ্ট লেখক, ভ্রমণ সাহিত্যিক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান আবু তাহের মুহাম্মদ জাবের বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস শেষ করে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বিসিএস প্রশাসন সার্ভিসে যোগদান করেন। তিনি ঢাকা জেলা ও নেত্রকোণা জেলায় সহকারী কমিশনার এবং বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেন। এরপর নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

জাবের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব ও একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

তিনি দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এতে রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে ক্লাইমেট চেঞ্জ ম্যানেজমেন্ট, সিউলে হিউম্যান সিকিউরিটি ও ট্রাফিকিং প্রটেকশন, নেদারল্যান্ডসের হেগ একাডেমিতে লোকাল ইকনোমিক ডেভেলপমেন্ট এবং অন্যান্য আইন, প্রশাসন ও স্থানীয় সরকার বিষয়ক প্রশিক্ষণ।

আবু তাহের মুহাম্মদ জাবের বিশ্বব্যাংকের রুরাল আরবান ও রিজিলিয়েন্স ইউনিটে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তিনি ইউনিয়ন ও পৌরসভা অপারেশন ম্যানুয়েল, স্থানীয় সরকারের উন্নয়ন প্রজেক্ট এবং প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন নীতি প্রণয়নে ভূমিকা রেখেছেন। এছাড়া, বিশিষ্ট আইনবিদ গাজী শামসুর রহমানের তত্ত্বাবধানে কয়েকটি আইনগ্রন্থ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন।

জাবের চুনারুঘাট উপজেলার রানীরকোট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার পরিবার উসমানপুর গ্রামে বসবাস করছে। পরিবারে অনেক গুণীজনের মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, কবি ও সাহিত্যিক রয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।