https://www.emjanews.com/

8781

sylhet

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৫ ১০:৩৬

আপডেট

২৩ আগস্ট ২০২৫ ১১:৩০

সিলেট

সাদাপাথরে ফিরছে আগের সৌন্দর্য

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ ১০:৩৬

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জের বিখ্যাত পর্যটনকেন্দ্র সাদাপাথর আবারও পর্যটকের পদচারণায় মুখর হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে নির্বিচার পাথর লুটে ক্ষতবিক্ষত হয়ে পড়া এ এলাকা এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে আগের রূপ।

লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ চলছে সেখানে। প্রতিদিনই শ্রমিকেরা নৌকায় করে পাথর এনে খালি জায়গায় বসাচ্ছেন। টুকরিতে করে পাথর এনে সাজিয়ে রাখা হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এ পুনঃস্থাপন কার্যক্রম এগিয়ে চলেছে।

জিরো পয়েন্ট এলাকা, যা একসময় পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল, এখন আবারও প্রাণ ফিরে পাচ্ছে। লুট হওয়া জায়গাগুলোতে নতুন করে সাজানো পাথর শোভা পাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারাও নিয়মিত পরিদর্শন করছেন কাজের অগ্রগতি।

স্থানীয়দের আশা, এভাবে যদি কাজ চলতে থাকে, তবে খুব শিগগিরই ভোলাগঞ্জের সাদাপাথর তার আগের সৌন্দর্য ফিরে পাবে। তখন আবারও ভিড় জমবে দেশি-বিদেশি পর্যটকদের।

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর বর্তমানে একদিকে পাথর পুনঃস্থাপনের কর্মযজ্ঞে ব্যস্ত, অন্যদিকে বেড়েছে পর্যটকের উপস্থিতি। প্রকৃতিপ্রেমী মানুষজনের জন্য এটি আবারও হয়ে উঠছে একটি অন্যতম গন্তব্য।