https://www.emjanews.com/

8817

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৫ ১০:৫৫

আপডেট

২৪ আগস্ট ২০২৫ ১১:০১

সিলেট

শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ ১০:৫৫

ছবি: শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি বিয়ানীবাজার উপজেলায় গিয়ে প্রথমেই কাকুরার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। পরে শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সবশেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক।

কবর জিয়ারত শেষে মো. সারওয়ার আলম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, `শহীদদের  আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি,  শহীদরা যে চেতনা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেটি সবসময় সমুন্নত রাখতে হবে। ‘

তিনি আশ্বাস দেন, জেলা প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।