https://www.emjanews.com/

8819

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৫ ১১:৫১

আপডেট

২৪ আগস্ট ২০২৫ ১৫:১৭

সিলেট

কানাইঘাটে সুরমা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ ১১:৫১

ছবি: সংগৃহীত।

কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
শনিবার (২৩ আগস্ট)  এশার নামাজের পর বড়দেশ বাজার এলাকায়  এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বিএনপির ডিপজল বাহিনী গত ১০ আগস্ট থেকে নিষিদ্ধ সাকশন ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে রাতে ও দিনে  সুরমা নদী থেকে বালু ও মাটি তুলছে। এতে প্রতিদিন হাজার কোটি টাকার বালু-মাটি লোপাট হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১ কোটি ঘনফুট বালু-মাটি তুলে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, এ বছর কানাইঘাটে কোনো বালুমহাল লিজ দেওয়া হয়নি। সিলেট জেলা প্রশাসনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, বড়দেশ এলাকার আশপাশ থেকে যে বালু উত্তোলন চলছে, তা সম্পূর্ণ অবৈধ।

পরিবেশবিদরা বলছেন, বালু উত্তোলন ও নদী খনন এক বিষয় নয়। নদী থেকে বালু তুললে নদীর কাঠামো নষ্ট হয়, ভাটিতে চর পড়ে, নদী ভাঙন বাড়ে এবং মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়। ফলে মৎস্যসম্পদও হুমকির মুখে পড়ে।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এ স্পষ্ট বলা আছে, কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করা যাবে না। তাছাড়া বাল্কহেড ও নিষিদ্ধ ড্রেজার ব্যবহারও আইনবিরোধী। আইনের ১১ ধারায় আরও বলা আছে, ইজারা দেওয়া এলাকার বাইরে কোনোভাবে বালু উত্তোলন ও বিপণন করা যাবে না।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় এ বালু লুট চলছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কিছু অংশও অপ্রকাশ্যে লাভবান হচ্ছে। এ কারণে অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

স্থানীয়দের দাবি, সুরমা নদী কানাইঘাট উপজেলার অন্তর্গত হলেও এটিকে ভুলভাবে জকিগঞ্জ উপজেলার বালুমহাল দেখানো হচ্ছে। যা প্রকৃতপক্ষে বেআইনি।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে এলাকায় বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, মারামারির খবর পেয়েছি, কোনপক্ষ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ করলে আইনগত প্রতিকার প্রদান করা হবে।