https://www.emjanews.com/

8821

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৫ ১২:৪০

আপডেট

২৪ আগস্ট ২০২৫ ১৫:১৬

সিলেট

জাফলংয়ে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ ১২:৪০

ছবি: সংগৃহীত।

সিলেটের জাফলং সীমান্ত থেকে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৩ আগস্ট) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র জব্দ করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো চারটি .১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে জব্দ করা অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।