ছবি: সংগৃহীত।
সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় দুই দিনের পৃথক অভিযানে ভারতীয় গরু, সিগারেট, ইয়াবা ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাট সীমান্তের সিংগারখাল এলাকা থেকে সুরাইঘাট বিওপি’র একটি টহল দল ভারতীয় ১ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, রোববার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার জমদোয়ার সীমান্ত এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি গরু ও একটি পিকআপ জব্দ করা হয়। এসবের বাজারমূল্য ধরা হয়েছে ২৭ লাখ টাকা।
এছাড়া, রোববার দুপুরে জকিগঞ্জ উপজেলার শাহেদাবাদ কামালগঞ্জ সীমান্ত এলাকা থেকে আমলশীদ বিওপি’র একটি টহল দল ভারতীয় ৯৯০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালামাল সংক্রান্ত বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
