শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8867

law-justice

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৫ ২০:৪৫

আইন আদালত

সিলেটে তিনজন অতিরিক্ত জেলা ও দায়রা জজের বদলি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ ২০:৪৫

ছবি: সংগৃহিত।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার তিনজন বিচারককে বদলি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগ শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জানানো হয়।

বদলি হওয়া বিচারকরা হলেন- সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, যাকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পদায়ন করা হয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম কানিজ ফাতিমা, যিনি সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব গ্রহণ করবেন।

ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, যিনি মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পদায়ন হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২৮ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। বিচার বিভাগে দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমে গতিশীলতা আনার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।

বদলিকৃত বিচারকদের সহকর্মীরা তাঁদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, ’তাঁদের অভাব অনুভূত হবে, তবে নতুন কর্মস্থলেও তাঁরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’