আজ থেকে পাথর লুটরাদের ধরতে অভিযান শুরু
সাদাপাথরের পাথর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ২০:২২
ছবি: ইমজা নিউজ
সিলেটের জেলা প্রশাসক মো: সারোয়ার আলম বলেছেন, আজ সন্ধ্যা ৬টার পর থেকে যাদের কাছে সাদা পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আজ সাদা পাথরের সার্বিক বিষয় পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জেলা প্রশাসক জানান, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত উদ্ধার হওয়া পাথরের পরিমাণ প্রায় ২৬ লক্ষ ঘনফুট। এর মধ্যে প্রতিস্থাপনের পাথরের পরিমাণ ১১ লক্ষ ঘনফুট।
স্বেচ্ছায় ফেরতের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাথর ব্যবসায়ীরা সাড়ে ৬ লক্ষ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন।
তিনি আরও জানান, বাকি পাথর প্রতিস্থাপনে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে। প্রতিদিন এ প্রতিস্থাপন অভিযানে ৫শ’ শ্রমিক কাজ করছেন। তাদের সহায়তায় ৪শ’ নৌকা ও ৩শ’ ট্রাক কাজ করছে।
জেলা প্রশাসক আরও বলেন, আজ সন্ধ্যা ৬টার পরও যাদের কাছে সাদা পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন মাধ্যম থেকে তারা পাথর লুটে যারা জড়িত, তাদের অনেকের নাম পেয়েছেন। আজ থেকে তাদের গ্রেফতারের অভিযান শুরু করা হবে।
সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে সাদা পাথর প্রতিস্থাপন পরিদর্শনের সময় সিলেটের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, শীর্ষ লুটেরদের ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে। কারা আছে এবং কোথায় আছে তা গ্রেফতারের স্বার্থে প্রকাশ করা সম্ভব নয়।
