https://www.emjanews.com/

8983

sylhet

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৫ ১৯:৪৮

আপডেট

২৮ আগস্ট ২০২৫ ২০:০৭

সিলেট

পাথরকাণ্ডে নেতাদের নাম, বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জামায়াতের

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ ১৯:৪৮

ছবি: সংগৃহিত।

পাথর লুটপাটকারীদের তালিকায় নেতাদের নাম আসার ঘটনায় সিলেটে মিছিল ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বৃষ্টির মধ্যেই নগরীর কোর্টপয়েন্ট এলাকায় জড়ো হন কয়েকশ নেতাকর্মী।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা নগরীর বিভিন্ন সড়কে মিছিল করেন।

বৃষ্টির মধ্যেই জামায়াতে ইসলামীর মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ।

প্রসঙ্গত সম্প্রতি সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে নজিরবিহীন লুটপাটের পর দুর্নীতি দমন কমিশন তদন্ত দলের প্রতিবেদনে লুটপাটকারীদের তালিকায় নাম আসে সিলেট মহানগর বিএনপির আমীর মো. ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিনের।

গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানান নেতারা।

বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেন, ’এই ধরণের কর্মকাণ্ডে জামায়াতের কোন কোন সম্পর্ক নেই। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন। আর যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা প্রশাসনের কাজ। কিন্তু কতিপয় হলুদ মিডিয়া দুদকের কথিত একটি রিপোর্টের সুত্র ধরে জামায়াত নেতাদের চরিত্র হরণে মেতে উঠেছে। দুদককে অবশ্যই এর প্রমাণ দিতে হবে। অন্যথায় তাদেরকেও সিলেটবাসীর কাছে জবাবদিহি করতে হবে।’

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ’ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও এজেন্সীতে এখনো স্বৈরাচারের দোসররা বসে নানা ষড়যন্ত্র করছে। সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাদাপাথর লুটের ঘটনায় সিলেট জামায়াতের দুই নেতাকে জড়ানো হয়েছে ‘