শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

9041

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১৭:১১

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ১৭:৫০

সিলেট

কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১৭:১১

ফাইল ছবি

সিলেটের কানাইঘাট ডোনা সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩/৪ জন।

স্থানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম জানান, ঘটনাটি গতকাল শুক্রবার বেলা ১টার দিকে ঘটে। নিহত ব্যক্তি কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩০)।

তিনি জানান, আব্দুর রহমানসহ আরও ছয়জন ভারতীয় মহিষ ব্যবসায়ীর কাছ থেকে মহিষ ক্রয় করে শুক্রবার দুপুরে বাংলাদেশে ফেরার পথে আন্তর্জ াতিক পিলার নং ১৩৩৮-৩৯ নং এর মধ্যবর্তি  স্থানে  ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে থাকা অবস্থায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ গুলি চালায়। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরে আসেন।

তাৎক্ষণিকভাবে ডোনা ক্যাম্পের বিজিবি ভারত সীমান্তের বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে। তারা দাপ্তরিক কাজ শেষে আজ বিকেলে আব্দুর রহমানের লাশ ফেরত দেওয়ার কথা জানিয়েছে। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি বিজিবির সঙ্গে ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানান।

কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, লাশ গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে লাশ হস্তান্তরের কাজ শেষ হবে বলে তিনি জানান।