
ছবি: সংগৃহীত।
মৌলভীবাজারে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গলে পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার শাহীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ঘটনাস্থলে গিয়ে বালু জব্দ করেন ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির এই দুই নেতার নেতৃত্বে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। তারা শ্রমিক দিয়ে নিয়মিত বালু তুলে বিক্রি করতেন প্রশাসনের নাম ভাঙিয়ে।
স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া বলেন, আমরা কাগজ চাইলে তারা কোনো কাগজ দেখাতে পারেনি। অথচ দাবি করেছিল লিজ নেওয়া। পরে ইউএনও নিশ্চিত করেছেন যে এ ছড়ার বালু ইজারা দেওয়া হয়নি।
তবে অভিযুক্ত পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ দাবি করেন, তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত নন। কেবল রাস্তা মেরামতের জন্য সামান্য বালু তোলা হয়েছিল।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি কখনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, জব্দ করা বালু রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।