শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে আর বাধা নেই ১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করল রেফারি এসোসিয়েশন পাথর নিয়ে দুদকের প্রতিবেদন অসত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তাদের নির্বাচনের অধিকার নেই সিলেটে বরকত উল্লাহ বুলু বাউল আব্দুল করিমের গানে স্বত্ব লঙ্ঘন, গ্রামীণফোনের কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ডাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিভাগ র‌্যালি নয়, মঙ্গলবার খাল-নালা পরিষ্কার করবে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল

https://www.emjanews.com/

9108

sylhet

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২১

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩

সিলেট

আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২১

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে.মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে।
তিনি আজ সিলেট সফরে এসে সিলেট জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি নুরুল হক নুরুর উপর হামলা প্রসঙ্গে বলেন, তিনি জাতিয় পর্যায়ের নেতা, তার উপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজন। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

তিনি সাদাপাথর লুট সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দুদকও সরকারী একটি প্রতিষ্ঠান, তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবদন সত্য হলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে তিনি সকালে বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন।
বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।