শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9186

sports

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০১

খেলাধুলা

ইকুয়েডরের বিপক্ষে-মেসিকে বিশ্রাম?

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮

ছবি: সংগৃহীত।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে লিওনেল মেসি খেলতে যাচ্ছেন আর্জেন্টিনার হয়ে নিজের শেষ বিশ্বকাপ। তবে তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়।

২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেই বারবার ইনজুরিতে পড়ছেন মেসি। শেষ তিন বছরে ফিটনেসজনিত কারণে প্রায় ১৫০ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। বাড়তি বিশ্রাম নিয়েছেন আরও অন্তত ১৭ দিন। তুলনায় আগের বিশ্বকাপ চক্রে তাকে বাইরে থাকতে হয়েছিল মাত্র ৭৬ দিন। এ থেকেই স্পষ্ট, বয়স ও ফিটনেস সমস্যায় আগের মতো ধারাবাহিক নন তিনি।

তবে আর্জেন্টিনার হয়ে বাছাইপর্বে খেলা নিশ্চিত হওয়ায় চাপটা কম। ভেনেজুয়েলার বিপক্ষে ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে মেসি খেলবেন নিশ্চিতভাবেই। এটিই তার দেশের মাটিতে সম্ভাব্য শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ। এজন্য পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদেরও ডেকেছেন তিনি।

কিন্তু এরপরের ম্যাচে-ইকুয়েডরের বিপক্ষে-মেসিকে বিশ্রাম দেওয়ার আলোচনা চলছে। কারণ, মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির সামনে আছে গুরুত্বপূর্ণ সব ম্যাচ। বর্তমানে তারা লিগে ষষ্ঠ স্থানে থাকলেও লক্ষ্য প্লে-অফ নিশ্চিত করা এবং সাপোর্টার্স শিল্ড জেতার দৌড়ে টিকে থাকা। সে কারণে মেসিকে ঝুঁকিতে ফেলতে চাইছে না মিয়ামি।

আর্জেন্টাইন সাংবাদিক ফার্নান্দো সিজের বরাত দিয়ে রয় নেমার জানিয়েছেন, ইকুয়েডর ম্যাচে মেসিকে খেলানো হবে কি না-সে নিয়ে স্কালোনি ও কোচিং স্টাফ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।