শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9212

sylhet

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৭

সিলেট

সিলেটে আটক ’শুটার রিয়াজের’ বিরুদ্ধে যতো মামলা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

ছবি: শুটার রিয়াজ ওরফে মোঃ রিয়াজ।

সিলেট গোয়াইনঘাটে আটক নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত আসামি শুটার রিয়াজ ওরফে মোঃ রিয়াজ ওরফে শওকত আলী রিয়াজ ওরফে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অসংখ্য মামলা নথিভুক্ত হয়েছে।

হত্যাচেষ্টা, হত্যা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২২টির মামলা রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের নথিতে দেখা যায়, রূপগঞ্জ ও সোনারগাঁও থানায় বিগত কয়েক বছরে দণ্ডবিধি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে।

এসব মামলার মধ্যে রয়েছে- ২০১৮ সালের হত্যাচেষ্টার মামলা, ২০২১ সালের অস্ত্র ও মাদক মামলা, ২০২২ সালের বিস্ফোরক ও অস্ত্র মামলা, এবং ২০২৫ সালের সাম্প্রতিক একাধিক মামলা।

পুলিশ জানায়, রিয়াজ একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কখনও ‘রিয়াজ’, কখনও ‘শওকত আলী রিয়াজ’ আবার কখনও ‘শুটার রিয়াজ’ নামে পরিচয় দিলেও সবগুলো মামলার মূল আসামি একই ব্যক্তি।

গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জের বিভিন্ন থানার মোট ২২টি মামলার আসামি। এর মধ্যে অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা রয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে জনতার হাতে আটক হন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজ। এরপর তাকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে রূপগঞ্জ থানা পুলিশ সিলেটের উদ্দেশে রওনা দিয়েছে।