শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9235

sports

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২

আপডেট

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৩

খেলাধুলা

রেকর্ড ভাঙা-গড়ার সিরিজে লিটন দাস সেরা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২

নেদারল্যান্ডস সিরিজটা বাংলাদেশের জন্য দারুণ কেটেছে। তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লিটন দাস। তার ব্যাটিং নৈপুণ্যই এনে দিয়েছে জয়ের টনিক, আর তাই সিরিজ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

তিন ম্যাচে ১৪৫ রান করে লিটন হয়েছেন সিরিজসেরা, ভেঙেছেন একাধিক রেকর্ডও।

আগের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন, যা এশিয়া কাপের আগে শঙ্কা জাগিয়েছিল। তবে এবার তা দূর করেছেন দারুণ ব্যাটিংয়ে।

প্রথম ও শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়ে তার ফিফটির সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এ নিয়েই গড়েছেন নতুন রেকর্ড।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন লিটন। আগে ১৩টি ফিফটি নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।

শেষ ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে চারটি ছক্কা। এর সুবাদে আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি ও মাহমুদউল্লাহ রিয়াদ- দুজনের সমান ৩১টি ছক্কা।

শুধু ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও লিটন গড়েছেন অনন্য কীর্তি। এটি তার টানা তৃতীয় সিরিজ জয়, যা বাংলাদেশের ইতিহাসে আর কোনো অধিনায়কের নেই।

তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে লিটনের কোনো মাথাব্যথা নেই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি কখনও রেকর্ডের জন্য খেলি না। অনেকবার অ্যাটাকিং খেলতে গিয়ে ফিফটি হাতছাড়া হয়েছে। যদি রেকর্ডের কথা ভাবতাম, হয়তো নিজেকে সময় দিতাম।’