শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9279

law-justice

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৫

আইন আদালত

ছয় মাসে ১১৩২৩ জনকে গ্রে*ফতার করেছে ডিএমপি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৫

ছবি: সংগৃহীত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে চলতি বছরের মার্চ থেকে আগস্ট- এই ছয় মাসে মোট ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার হওয়া ১১ হাজার ৩২৩ জনের মধ্যে ২ হাজার ৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে মামলা রুজু করা হয় এবং দ্রুত নিষ্পত্তি করা হয়

ডিএমপির বিভাগভিত্তিক চিত্র:

মতিঝিল বিভাগ: ৭৬৮ জন গ্রেপ্তার, ৩৭৮ মামলা, ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, সাজা ৩৫৬ জনের।

ওয়ারী বিভাগ: ৯৬৪ জন গ্রেপ্তার, ৫১৮ মামলা, ১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা, সাজা ৩২৬ জনের।

তেজগাঁও বিভাগ: ১,৬৭৫ জন গ্রেপ্তার, ৭২৫ মামলা, ৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা।

গুলশান বিভাগ: ১,৩৪৪ জন গ্রেপ্তার, ৭৪০ মামলা, ২ লাখ ৯ হাজার টাকা জরিমানা, সাজা ৯ জনের।

লালবাগ বিভাগ: ৮৭৫ জন গ্রেপ্তার, ৫০৫ মামলা, ২ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা, সাজা ৪০৭ জনের।

মিরপুর বিভাগ: ২,৭৬২ জন গ্রেপ্তার, ১,২৬৭ মামলা, ১১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা, সাজা ৪৫৭ জনের।

উত্তরা বিভাগ: ১,৮৯৭ জন গ্রেপ্তার, ৮৮৮ মামলা, ৮ লাখ ১৬ হাজার টাকা জরিমানা, সাজা ৮১৩ জনের।

রমনা বিভাগ: ১,০৩৮ জন গ্রেপ্তার, ৫৩৭ মামলা, ৩ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা, সাজা ২৭৬ জনের।

ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সংক্ষিপ্ত বিচার আদালতের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।