এশিয়ান কাপ
শেষ মুহূর্তে ইয়েমেনের কাছে হেরেছে ১০ জনের বাংলাদেশ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭

ছবি: সংগৃহীত।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ইয়েমেনের বিপক্ষে লড়াই করে শেষ মুহূর্তে হেরেছে বাংলাদেশ।
যোগ করা সময়ে গোল খেয়ে ১-০ ব্যবধানে হারের ফলে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে বাংলাদেশের।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভিয়েতনামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও জনি-ফাহামেদুলরা গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।
উল্টো ইয়েমেনই আক্রমণে ছিল বেশি এগিয়ে। ৬ মিনিটে সালেহর হেড ক্রসবারে লেগে ফেরে।
বিরতির আগে ফ্রি কিকও যায় ক্রসবারের ওপর দিয়ে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রাজু আহমেদ জিসানের শট এবং ইয়েমেনের আব্দুল আজিজের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।
৮৭ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মজিবর রহমান জনি।
ফলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ।
যোগ করা সময়ে প্রথমে শ্রাবনের সেভে গোল বেঁচে যায় দলটি।
তবে শেষ বাঁশির ৩০ সেকেন্ড আগে বদলি খেলোয়াড় মোহামেদ ইসামের গোলে জয় পায় ইয়েমেন।
আগামী ৯ সেপ্টেম্বর বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।