শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9321

law-justice

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪২

আইন আদালত

মতিউরকে অনৈতিক সুবিধা দেওয়ায় এসআইসহ ১১ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০

ছবি: সংগৃহীত।

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাদের এ শাস্তি দেওয়া হয়।

বরখাস্তদের মধ্যে রয়েছেন- এসআই আবুল কাশেম এবং কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ’সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কেউ ভুল করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

অফিস আদেশে বলা হয়, ২০১৫ সালের ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে হাজতি মতিউর রহমানকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করার পর ফেরত আনার পথে অভিযুক্ত পুলিশ সদস্যরা যাত্রাবিরতি করে এবং তাকে অনৈতিক সুবিধা দেন।

অনুসন্ধান কমিটির প্রতিবেদনে প্রমাণ পাওয়া যায়, স্কর্ট দলের সদস্যরা মতিউর রহমানকে আলাদা কক্ষে বসিয়ে খাবারের ব্যবস্থা করেন, যা স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থি।

অফিস আদেশে আরও বলা হয়, এ অনিয়ম পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ১৯৪৩-এর প্রবিধান ৮৮০ অনুযায়ী সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তারা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন এবং পুলিশ লাইন্সে সাদা পোশাকে রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে হবে।