এশিয়া কাপ
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ দলের যাত্রা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১

ছবি: সংগৃহীত।
টি-টোয়েন্টি ফরম্যাটের তৃতীয় এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ভাগে ভাগ হয়ে রোববার সকালে এবং সন্ধ্যায় দলটি ঢাকা ছাড়ে। যাত্রার আগে ক্রিকেটাররা জানান, তাদের মূল লক্ষ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া।
প্রথম বহর রোববার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। এ বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস। তার সঙ্গে ছিলেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। কোচিং স্টাফদের মধ্যে ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় বহর দেশ ছাড়বে। এ দলে রয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের সঙ্গে যাচ্ছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, স্পিন কোচ মুশতাক আহমেদ, পেস কোচ শন টেইট, ম্যানেজার নাফিস ইকবাল, ট্রেনার বায়েজিদুল ইসলাম খান ও দলের চিকিৎসক দেবশীষ চৌধুরী।
তবে প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে এই দুটি বহরে যাচ্ছেন না। তিনি রাত ১২টা ৩০ মিনিটের একটি ফ্লাইটে আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।
যাত্রার আগে বিমানবন্দরে জাকের আলি অনিক বলেন, ‘সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলে একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে চাই।’