শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9362

surplus

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫

আপডেট

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬

অন্যান্য

আকাশে ‘ব্লাড মুন’ দেখছেন বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫

ছবি: সংগৃহীত।

রোববার রাতে বিশ্বের কোটি কোটি মানুষ আকাশে চাঁদের এক অনন্য রূপের সাক্ষী হয়েছেন। সেদিন চাঁদ পৃথিবীর ছায়ার ভেতর দিয়ে অতিক্রম করায় দেখা দেয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

চাঁদ যখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়, তখন সেটি রুপালি রং হারিয়ে কালচে লাল আভা ধারণ করে। এ রূপকেই জ্যোতির্বিজ্ঞানীরা বলেন ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ।

এ বিরল দৃশ্য খালি চোখেই দেখা গেছে মেঘমুক্ত আকাশে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, রাশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করা গেছে।

অন্যদিকে, উত্তর আমেরিকার দেশগুলো থেকে এটি দেখা যায়নি। শুধু আলাস্কার পশ্চিমাঞ্চল থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে।

পাকিস্তানের ইসলামাবাদ থেকে তোলা ছবিতে রক্তিম চাঁদের ঝলক ধরা পড়ে।

জাপানের রাজধানী টোকিওতে ভোর হওয়ার আগে টোকিও স্কাইট্রির ফাঁক দিয়ে উঁকি দেয় লাল আভামণ্ডিত চাঁদ।

চীনের সাংহাইয়ে আকাশে ধাপে ধাপে চাঁদের ছায়ায় ঢুকে পড়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়।

ইউক্রেনের ওডেসায় সমুদ্র সৈকত থেকে দেখা যায় রক্তিম চাঁদ, যার প্রতিফলন পড়ে সমুদ্রের পানিতে।

উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়েতে স্মৃতিস্তম্ভের ওপরে ভেসে ওঠে লালচে চাঁদ।

এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হয়েছিল টানা ৮২ মিনিট। ২০২২ সালের পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।