
সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নেপালে শুরু হওয়া জেন-জেড আন্দোলনের কারণে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে।
আন্দোলনকারীরা নেপালের সংসদ ভবনে ঢুকে পড়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
এর প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপর।
বাংলাদেশ দল নেপালে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে অবস্থান করলেও, গত ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হওয়ার পর মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় নির্ধারিত প্র্যাকটিস সেশনের জন্য দল হোটেল থেকে বের হতে পারেনি।