শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9427

entertainment

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬

বিনোদন

সুরমা নদীতে নৌকা বাইচে প্রথম জৈন্তাপুর

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬

ছবি: সংগৃহীত।

সিলেটের টুকেরবাজার এলাকায় সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘ দেড় যুগ পর স্থানীয়দের উদ্যোগে এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জৈন্তাপুর উপজেলার দক্ষিণ কাঞ্চন দল। দ্বিতীয় হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার ভাই ভাই যুব সংঘ পুটামারা এবং তৃতীয় হয়েছে জৈন্তাপুর উপজেলার ছাতার খাই লাল পরী।

প্রতিযোগিতা ঘিরে সুরমা নদীর দুই পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। নদীর দুই পাশে বসে শত শত ভাসমান খাবারের দোকান ও নানা বিনোদনের আয়োজন।

সকাল থেকেই নৌকা বাইচ উপভোগে দর্শকদের ঢল নামে।

পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী দল পেয়েছে ৫০ হাজার টাকা ও একটি ট্রফি, দ্বিতীয় স্থান পেয়েছে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান পেয়েছে একটি টেলিভিশন।

এছাড়া অংশগ্রহণকারী সব দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক। সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও মো. এনাম হোসেন এবং জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজল আহমদ রানা।

প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, ‘দীর্ঘ দেড় যুগ পর এ আয়োজন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। আগামী বছরও যেন একইভাবে এ আয়োজন করা যায়, সেই প্রত্যাশা করছি।’

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদা, আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সমাজসেবক আশরাফুর রহমান চৌধুরী, ডা. খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।