শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9477

politics

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

রাজনীতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভোট গ্রহন শুরু

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮

ছবি: সংগৃহীত

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটের প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের জন্য ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথ রাখা হয়েছে। দায়িত্বে থাকবেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে মোতায়েন থাকবেন এক হাজারের বেশি পুলিশ সদস্য। আনসার বাহিনী দায়িত্ব পালন করবে ভোটকেন্দ্রে। এছাড়া প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

ভোটার ও প্রার্থী

এবারের নির্বাচনে ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী ৯ জন

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন

যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন

এছাড়া ২১টি হলে মোট ৩১৫টি পদে প্রার্থী হয়েছেন ৪৭৭ জন। তবে অনেক পদে একক প্রার্থী থাকায় বেশ কিছু পদে ভোট হচ্ছে না।

প্যানেল ও প্রতিদ্বন্দ্বিতা

নির্বাচনে সাতটি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ প্যানেল-

ছাত্রদল-সমর্থিত প্যানেল

ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট

প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য

গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম

আংশিক প্যানেল দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ।

প্রতিদ্বন্দ্বিতা মূলত ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী ইশতেহার ও প্রত্যাশা

প্রার্থীরা তাদের প্রচারণায় গণরুম ও গেস্টরুম সংস্কৃতির বিলোপ, আবাসন সংকট নিরসন, নিরাপত্তা, পরিবহন, খাবারের মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে বাতিল ব্যালটের পরিবর্তে নতুন ব্যালট দেওয়ার ব্যবস্থা থাকবে।

অতীতের পটভূমি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। ১৯৭২ থেকে ১৯৯২ সালের মধ্যে মাত্র ৯ বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৯৯২ সালের নির্বাচনে ছাত্রদল একচেটিয়া জয় পায়। তারপর থেকে নানা কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দীর্ঘ বিরতির পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  `৩৩ বছর পর জাকসুর নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। তাঁরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।'