শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9504

sports

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০

খেলাধুলা

এশিয়া কাপ

ফিল্ডিং দিয়েই মিশন শুরু বাংলাদেশের

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের চলতি আসরে মিশন শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। নিজেদের প্রথম ম্যাচে এখন হংকংয়ের মুখোমুখি টাইগাররা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। 

হংকং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়। আসরের উদ্বোধী ম্যাচে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অলআউট করে ৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানরা। 

হংকং নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশের বিপক্ষে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ তারা জয়ে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবে। 

অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। হংকং আইসিসির সহযোগী সদস্য দল। তারা এখনো টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়নি। অথচ বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ খেলছে।

তাছাড়া বাংলাদেশ এশিয়া কাপের দুইবারের রানার্সআপ দল। সব কিছু বিবেচনায় হংকংয়ের চেয়ে বাংলাদেশ অনেক ব্যবধানে এগিয়ে। 

তবে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের স্মৃতি সামনে রেখে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে হংকং।  

আর জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চাইবে বাংলাদেশ।