শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9533

sports

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫

খেলাধুলা

এশিয়া কাপ

বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান: শেহজাদ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই হংকংয়ের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মিশন শুরু করেছে।

তবে হংকংয়ের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পাওয়া এবং ম্যাচে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।

আফগানিস্তান ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অলআউট করে ৯৪ রানের দাপুটে জয় লাভ করে।

অন্যদিকে, বাংলাদেশও হংকংয়ের বিপক্ষে জয় পায়, তবে তাদের জয় প্রভাবশালী ছিল না।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ আফগানিস্তানকে ফেভারিট মনে করার কারণ হিসেবে তাদের বহু ম্যাচ উইনার থাকা এবং দলের অভিজ্ঞতা উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘আফগানিস্তানের স্কোয়াডে রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, গাজানফার, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ, ফজলহক ফারুকি-প্রত্যেকেই এককভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

শেহজাদ আরও বলেন, ‘আফগান ক্রিকেটের দ্রুত উত্থানের পেছনে আইপিএলের (IPL) অবদান অনেক বেশি। সাম্প্রতিক বছরগুলোতে আফগান ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এবং অভিজ্ঞতা অর্জন করে দলকে শক্তিশালী করেছে।’

তিনি যোগ করেন, ‘খেলোয়াড়রা একে অপরের সঙ্গে পরিশ্রম করে, সিনিয়ররা দলের দিকনির্দেশনা দেয় এবং তরুণদের মধ্যে অভিজ্ঞতা ছড়িয়ে দেয়। এজন্য আফগানিস্তান অন্য সহযোগী দল এবং এমনকি বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে।’

উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হবে। তার আগে বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হবে শ্রীলঙ্কার সঙ্গে। লংকানদের বিপক্ষে জয় পেলে টাইগারদের সুপার ফোর নিশ্চিত হতে পারে, তবে হারলে আফগান ম্যাচটি হবে বাঁচা-মরার লড়াই।