জুলাই সনদ বাস্তবায়নে যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো অগ্রহণযোগ্য - সালাহউদ্দিন আহমদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯
ছবি: সংগৃহীত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যে প্রস্তাবগুলো এসেছে, সাধারণভাবে সেগুলো অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয়। তবে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো গেলে বিএনপি সবচেয়ে খুশি হবে, কারণ এই অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা যাবে না।
গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বহাল আছে এবং সেই ভিত্তিতেই আলোচনার প্রক্রিয়া চলছে। তিনি মনে করেন, সংবিধান পরিবর্তনের এখতিয়ার শুধুমাত্র সংসদের হাতে রয়েছে এবং তা গণভোটের মাধ্যমে বৈধতা পেতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে প্রস্তাব এসেছে, তাতে দুটি সংবিধান চালুর মতো বিভ্রান্তি তৈরি হতে পারে, যা গ্রহণযোগ্য নয়। তাই একটি জাতীয় প্রতিশ্রুতি বা কমিটমেন্টে পৌঁছানো দরকার, যাতে সব রাজনৈতিক দল অঙ্গীকার করে তা ভবিষ্যতে সংসদে বাস্তবায়ন করবে।
