ছেলে হারানো বাবার আবেদন: পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল হোক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮

ছবি: সংগৃহীত।
গত এপ্রিলের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় ভারত ও পাকিস্তান অল্প সময়ের জন্য যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল। যদিও সংঘাত থেমেছে, নিহতদের স্বজনদের কষ্ট কমেনি।
সঞ্জয় দ্বিভেদীও সেই স্বজনদের একজন। পেহেলগামে হামলায় তিনি তার ছেলেকে হারিয়েছেন। সঞ্জয় আগামীকাল এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়া ভারতের ম্যাচের বিপক্ষে অবস্থান জানিয়েছেন। তিনি ভারতের সরকারের প্রতি অনুরোধ করেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদে পূর্বের অবস্থান পুনর্বহাল করতে পদক্ষেপ নিতে।