শিরোনাম
ভারতের কেরালায় মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাব, ১৭ জনের মৃত্যু হকারদের পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে লালদিঘীরপাড় মৌলভীবাজারে পিবিআই হেফাজতে খুনের মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু আটগ্রামে নৌকাবাইচে নৌকাডুবিতে একজন নিখোঁজ: খুঁজছে ফায়ার ব্রিগেড সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে সাধারণ জনগণের সহায়তা কামনা করেছে বিজিবি শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদ তালিকায়  সাদাপাথর লুটের মামলায় আরেকজন গ্রেপ্তার: এলাকায় গ্রেপ্তার আতংক জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ রাজনৈতিক দলগুলো সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন

https://www.emjanews.com/

9618

sylhet

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৫

সিলেট

সিলেট ও উত্তরের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা: বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

ছবি: সংগৃহীত।

দেশের উত্তর ও সিলেট অঞ্চলের নদীগুলোর পানি আগামী তিন দিনে সতর্কসীমার দিকে পৌঁছাতে পারে, ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতলে বাড়তে পারে এবং বিশেষত তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা ছাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদীগুলো সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্কসীমায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বাড়তে পারে, তবে উজান থেকে আসা পানি পরে কমে যাবে।