ছাত্রীদের নতুন বাংলাদেশের উপযোগী মেধাবী করে তুলতে হবে: কাইয়ুম চৌধুরী
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

ছবি: সংগৃহীত।
সিলেটের নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে তাঁদেরকে মূলধারায় সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সময়ের দাবি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রীদের মেধাবী করে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের সহযোগিতা অপরিহার্য। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, একাদশ শ্রেণির অধ্যয়ন জীবন নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে কোন বিষয়ে মনোযোগ দিচ্ছো এবং কতটা মেধা অর্জন করছো, সেটিই ভবিষ্যতের পথনির্দেশক হবে।
শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক সিরাজুল ইসলাম, নজমুল ইসলাম, ডা. এনামুল হক, রাসেল মাহবুব, আনোয়ারুল ইসলাম ও মিলি বেগম। এছাড়া রুমানা সুলতানা ও শিরিন বেগমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সমাজসেবায় নিজেদের নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে একই দিনে জালালপুর ডিগ্রি কলেজেও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মাসুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।