নেপাল
কারাগার থেকে পালানো কয়েদিদের ৩ হাজার ৭২৩ জন ফের গ্রে.প্তার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০

ছবি: সংগৃহীত।
নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো কয়েদিদের মধ্যে ৩ হাজার ৭২৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
তবে এখনও পলাতক রয়েছে ১০ হাজার ৩২০ জন কয়েদি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নেপাল পুলিশের মুখপাত্র ও উপ-মহাপরিদর্শক বিনোদ ঘিমির।
তিনি বলেন, ‘পলাতক কয়েদিদের শনাক্তে তালিকা তৈরি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং কয়েকজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করে নেপালে ফেরত পাঠিয়েছে।’
গত ৯ সেপ্টেম্বর সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনের জেরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় নেপালে।
মাত্র দু’দিনের মধ্যেই, ১১ সেপ্টেম্বর পতন ঘটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের, আর নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।
পরদিন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি।
বিক্ষোভের অরাজকতার সুযোগে হাজার হাজার কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। এদের গ্রেপ্তারে সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সমন্বয়ে উচ্চপর্যায়ের টিম গঠন করা হয়েছে বলে জানান পুলিশ মুখপাত্র।