https://www.emjanews.com/

9658

sylhet

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

আপডেট

১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৩

সিলেট

দলিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা সময়ের দাবি

শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতকরণে পরামর্শসভা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

ছবি: সংগৃহীত।

‘আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি’-এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শসভা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে শ্রীমঙ্গল পৌরসভা হলরুমে আয়োজিত এ সভায় অংশ নেন পৌরসভার কর্মকর্তা ও দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম পাটুযারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশ-এর প্রতিনিধি এ হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মার্দাজী।

বক্তারা বলেন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে দারিদ্র বিমোচন, বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তারা দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে স্থানীয় সরকার ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।