https://www.emjanews.com/

9660

sylhet

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

আপডেট

১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

সিলেট

‘লাল অঙ্গীকার’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে কারিগরি ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

ছবি: সংগৃহীত।

সিলেটে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ সকাল ১১টায় বন্দরবাজার সিটি কর্পোরেশন মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

সারাদেশে একযোগে ‘লাল অঙ্গীকার’ কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি নেওয়া হয়। আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার ষড়যন্ত্র এবং বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির তীব্র প্রতিবাদ জানান।

এই কর্মসূচির সময় সিলেটের আন্দোলনকারীরা ঘোষণা করেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় চৌহাট্টায় পুনরায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় আজকের অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।