২৮ বছর পর শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন: শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১
ছবি: সংগৃহীত।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আমেজ ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের কমিশন আগামী দুই-তিন দিনের মধ্যে গঠন করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই ঘোষণা করা হবে।
উপাচার্য বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন, যাতে কোনো সংঘাত বা পাঠদানের ব্যাঘাত সৃষ্টি না হয়। আমরা আশা করি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচিত প্রতিনিধি হয়ে তাদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন।’
নির্বাচনকালীন সেমিস্টার ফাইনালের প্রস্তুতি চলছে, যা অক্টোবরের ১৫ তারিখের দিকে শেষ হবে। নির্বাচন কমিশন রোডম্যাপ এবং হল সংসদের গঠনতন্ত্রের কাজ সম্পন্ন করবে।
শিক্ষার্থীরা চান, নির্বাচন কমিশন নিরপেক্ষ হোক এবং রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করুক।
ছাত্র উপদেষ্টা মো. এছাক মিয়া জানান, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আলোচনা চলছে। প্রশাসন কর্মঠ ও যোগ্য ব্যক্তিদের খুঁজছে এবং ছাত্রসংগঠনগুলোর আস্থা রাখতে সক্ষম কাউকেই কমিশনে অন্তর্ভুক্ত করা হবে।
শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার শাকসু নির্বাচন হয়ে থাকে। ২৮ বছর ধরে শাকসু কার্যক্রম অচল রয়েছে।
