ইবনে সিনায় রোগীর স্বজনদের উপর পাল্টা হাম*লায় ৭জন আ*হত, পুলিশ মোতায়েন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০
ছবি: সংগৃহীত।
সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের মালিকানাধীন সিলেট ইবনে সিনা হাসপাতালে রোগীর স্বজনদের উপর হাসপাতালের স্টাফদের কমান্ডো স্টাইলে হামলায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের শাখা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন।
এর আগে, এর আগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা উত্তেজিত অবস্থায় ‘ভুল চিকিৎসায়’ তাদের স্বজনের মৃত্যুর প্রতিবাদ জানান। তখন তারা হাসপাতালের রিসেপশনের চেয়ার-টেবিলে ভাঙচুর চালান।
প্রায় আধঘণ্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সিলেট এয়ারপোর্ট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জের তানিম আহমদ নামের এক যুবক। তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ১২ দিন আগে সেখান থেকে তাকে সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। কিন্তু মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
এদিকে তানিমের স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা-ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষ নানা টালবাহানা করেছেন।
বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর ইবনে সিনা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তানিমের স্বজনরা হাসপাতালের ডিউটি চিকিৎসক, নার্স ও স্টাফদের উপর হামলার চেষ্টা করেন এবং ভাঙচুরেরও চেষ্টা চালান। পরে হাসপাতালের স্টাফরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে নিহতের স্বজনদের উপর চড়াও হন এবং হামলা চালিয়ে তাদের হাসপাতাল থেকে বের করে দেন। এরপর তারা রাস্তায় গিয়েও স্বজনদের লাঠিসোটা দিয়ে মারধর করেন। এতে নিহতের অন্তত ৫ স্বজন আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
রাত সোয়া ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন ছিল। পরে সেনাবাহিনীর টিমও সেখানে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তানিমের লাশ এখনো ইবনে সিনায় রয়েছে। মারামারিতে আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
