https://www.emjanews.com/

9733

international

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৬

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

আন্তর্জাতিক

কায়রোর জাদুঘর থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৬

ছবি: সংগৃহীত।

মিশরের কায়রোতে অবস্থিত এক জাদুঘর থেকে ফেরাউন আমেনেমোপের একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। প্রায় তিন হাজার বছর পুরোনো এই ব্রেসলেটটি ল্যাপিস লাজুলি পাথরে অলংকৃত ছিল এবং সর্বশেষ দেখা গিয়েছিল জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে। খবর বিবিসির।

মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও জন অভিযোগ দপ্তরে জানানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যাতে পাচারের চেষ্টা ব্যর্থ হয়।

তবে জাদুঘরের মহাপরিচালক বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো যে ব্রেসলেটের ছবি দেখা যাচ্ছে, সেটি আসলে প্রদর্শনীর অন্য একটি অলংকার, নিখোঁজ হওয়া ব্রেসলেটটি নয়।

ঐতিহাসিকদের মতে, এই ব্রেসলেটের মালিক ছিলেন ফেরাউন আমেনেমোপে, যিনি খ্রিষ্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে মিশরের ২১তম রাজবংশে শাসন করেছিলেন। তাকে প্রথমে সাধারণ কক্ষে দাফন করা হলেও পরবর্তীতে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের পাশে পুনরায় দাফন করা হয়। তার সমাধি ১৯৪০ সালে আবিষ্কৃত হয়।

বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টোস সিরোজিয়ানিস ধারণা দিয়েছেন, অবৈধ প্রত্নসম্পদ ব্যবসাই এই ঘটনার মূল কারণ। চোরেরা ব্রেসলেটটি হয় পাচার করে বিক্রি করতে পারে, নতুবা গলিয়ে ফেলতে পারে। আবার সম্ভবত এটি কোনো ব্যক্তিগত সংগ্রাহকের হাতে পৌঁছাতে পারে বা কয়েক দিনের মধ্যেই জাদুঘরের আশপাশ থেকে উদ্ধার হতে পারে।

এই ঘটনার পর পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে থাকা অন্যান্য প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।